আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় কারখানায় অগ্নিকান্ড; ৮ টি ইউনিট কাজ করছে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নতুন ইপিজেড এর প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামের একটি পোশাক কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০ টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৫ তলা ভবনের ২ তলায় আগুনের সুত্রপাত হয়। পরে নিচ তলায় আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই ঘন্টা যাবৎ আগুন জ্বলছে। তবে আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করছে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন নিয়ন্ত্রণে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট ৮ টি ইউনিট কাজ করছে৷ প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। এছাড়া কোন হতাহতের খবর নেই।
ভিডিও দেখুন: