আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের পূনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বিজয়ের মাস মুখরিত হোক বন্ধুদের মিলন মেলায় এই স্রোগানকে ধারন করে কাঠগড়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৫ ব্যাচ এর পূনর্মিলনী অনুষ্ঠানে সকল বন্ধু বান্ধবীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে এক মিলন মেলায় পরিনত হয় ।
বুধবার(২৫ডিসেম্বর) আশুলিয়ার রাজ পার্ক এন্ড পিকনিক স্পটে ব্যাচ ২০০৫ এর পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এ যেন অনেক দিন পর প্রিয় বন্ধুবান্ধবীদের মিলনমেলা। সবাই এক সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এক বন্ধু আরেক বন্ধুকে ধরে আবেগে আপ্লুত হয়ে পরেছে । অনেকদিন পর স্কুলের পুরনো বন্ধু বান্ধবীরা একত্রিত হওয়ায় এক আনন্দ ও উৎসবমূখর পরিবেশের তৈরী হয়েছে । তারা সবাই তাদের শৈশবের সৃতি বিজরীত দিন গুলো নিয়ে আলোচনা করতে দেখা গেছে ।
রাসেল কমান্ডার বলেন, বেঁচে থাকতে এভাবে আর সবাইকে একসাথে পাবো কিনা জানিনা তবে আজ আমরা সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছি , আজ সবাইকে এক সাথে পেয়ে আমার মনটা শান্তিতে ভরে গেল।
পরিবারের সবাইকে নিয়ে ব্যাচ ২০০৫ এর সকল সদস্য অংশগ্রহণ করেন । একে অপরে সাথে কুশল বিনিময় করেন । অনুষ্ঠানের এক পর্যায় সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে অনেকে আবেগে নাচানাচি করেন ।
নিজেদের মধ্য দু দলে ভাগ হয়ে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
এ যেন এক আনন্দ মেলা, যেন তারা সেই সৈশবে ফিরে গেছেন । সবাই খুব আনন্দ সহকারে অনুষ্ঠান উপভোগ করেন । অনুষ্ঠান শেষে একে অপরের সাথে বিদায় পর্ব সেরে বাড়িতে চলে যান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ ২০০৫ এর নরুজ্জামান, কামরুল,কাউসার, হাসান,ফারুক,সাত্তার,লিটন,রানা মোল্লা,রুবেল,খোকন,রাসেল কমান্ডারসহ আরও অনেকে।