আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে মো. সেলিম হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী মারা গেছেন। খবর পেয়ে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান নিহতের গোসলসহ যাবতীয় ব্যবস্থা করেন।

শুক্রবার (০৫ জুন) সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় নিজ ফ্ল্যাটে সেলিম হোসনে মারা যান। জামগড়া এলাকায় তার প্রসাধনীর এর দোকান ছিল। তিনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৭ নং বশিকপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে।

স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে সেলিম হোসেন জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পাশাপাশি গত দুইদিন আগে করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। তবে এখানো রিপোর্ট পাননি।

ম্যান ফর ম্যানের রাজিব জানান, খবর পেয়ে নিয়ম মেনে নিহতের মরদেহ গোলসসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পরে তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, নিহতের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্টের উপর নির্ভর করে লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close