আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ২ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে আটক দুই জনের এক মাসের কারাদন্ড ও দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় স্থানীয় পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তিতাস কতৃপক্ষ। এসময় তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর জেলার রূপাগোরা গ্রামের কাশেম আলীর ছেলে মানিক আলী (৪০) ও নওগা সদর জেলার সিংবাছা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৪)।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, ঘোষবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ প্রদানের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন তারা। এসময় সংযোগ প্রদানকালে মানিক ও ফিরোজ নামে দুই জনকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে সাজ্জাদ (আশুলিয়া সহকারী কমিশনার, ভূমি) তাদের এক মাসের কারাদন্ড প্রদান করেন।

এসময় ঘোষবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে পূর্বা এ্যাপারেলস নামে অপর একটি কারখানাকে ১ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বিকেল পর্যন্ত ওই এলাকার প্রায় ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও জানান তিনি।

এদিকে আটক দুই ব্যক্তি এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা ইয়ারপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও আসলাম নামে এক ঠিকাদারের সংশ্লিষ্টতার কথা সংবাদকর্মীদের জানায়।

তবে আওয়ামী লীগ নেতা মজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close