আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় ২ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
সোমবার (১৭ জুন) আশুলিয়ার কাঠগড়া এলাকার বিভিন্ন মহল্লায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় সাভার তিতাস অফিস কর্তৃপক্ষ।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক প্রকৌশলী আবু মোহাম্মদ সাদাৎ এর নেতৃত্বে প্রায় ৮০ জন শ্রমিক এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ নেয়। এসময় যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। আজকের অভিযান থেকে প্রায় ২ হাজার পরিবারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক প্রকৌশলী আবু মোহাম্মদ সাদাৎ বলেন, পূর্বেও একাধিকবার এই অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবারও এলাকার কিছু লোক লাইন সংযোগ দেয়। আজ প্রায় ৪ কিলোমিটার অবৈধ এই গ্যাস লাইন উচ্ছেদ করা হবে। এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা আছে বলেও জানিয়েছেন তিনি।
সামনের দিনগুলোতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।