আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক ও হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।

সায়েমুল হুদা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ আমরা অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। এর মধ্যে ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হাসপাতাল কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারে নি। বৈধ কাগজ পত্র না নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভারে কেউ অবৈধভাবে স্বাস্থ্য সেবা চালাতে পারবেন না। পর্যায়ক্রমে সকল অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, তারা বৈধভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন। তারা যদি সরকারি নির্দেশ মেনে সকল কাগজপত্র সংগ্রহ করেন তখন আমরা তাদের প্রতিষ্ঠান খুলে দেবো।

অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close