আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ার মহাসড়কে হাঁটু পানি; দুর্ভোগে লাখো শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: বাইপাইল-আবদুল্লাহপুরে মহাসড়কের একটু বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবে রয়েছে। এসময় চরম দুর্ভোগে পরে সাধারন মানুষ। যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টিতে পানিতে মহাসড়কের আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরসহ কয়েকটি স্থানে হাঁটু পানি জমে যায়।
এই অঞ্চলে শতাধিক শিল্প কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। তারা সাধারন পায়ে হেঁটে গন্তব্য যাতায়েত করেন। ফলে মহাসড়কে হাঁটু পানিতে তাদের চলাচলে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

পথচারীরা জানান, একটু বৃষ্টিতে মহাসড়কে পানি জমে থাকে, এটা দীর্ঘদিনের সমস্যা। বিভিন্ন সময় আমরা জানিয়েও কোন সুফল পাইনি। এমন পরিস্থিতিতে প্রায় রিকশা উল্টে গিয়ে দুর্ঘটনা সৃষ্টি হয়। এমসয় তারা সমস্যা নিরসনে সরকারের প্রতি দাবী জানান।

মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন দোকানিরা বলেন, বৃষ্টি হলেই হাঁটু পানি। যেখানে চলাচল করার সুযোগ নেই, সেখানে কেনা বেচা তো হয়ই না। উল্টে গাড়ির চলাচলে পানির ঢেউ এসে মালামাল নষ্ট হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এমন পরিস্থিতির জন্য প্রায় দোকানি কম-বেশি ক্ষতির সম্মুখীন হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, এই সমস্যা দরুন আমরা পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করেছি। হয়তো ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে। এতো অল্প বৃষ্টিতে হাঁটু পানি, এটা আসলেই সমস্যা। আমরা এখনি লোক পাঠানোর ব্যবস্থা করছি।

Related Articles

Leave a Reply

Close
Close