আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ার চিহ্নিত পরিবহন চাঁদাবাজ মিন্টু আটক

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে বাস আটকিয়ে চালক ও স্টাফকে মারধোর, জোড়পূর্বক টাকা ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ২ চিহ্নিত পরিবহন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(০২ জানুয়ারি) রাতেই অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটককৃতরা হল, আশুলিয়া ডেন্ডাবরের আব্দুল মালেকের ছেলে মো. মিন্টু(৩০) এবং অপরজন আশুলিয়ার গাজীরচট এলাকার নালিজার মোড় এলাকার মো. সাইফুল(৩৩)।

এর আগে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে মিন্টুর নামে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।

শতাব্দী পরিবহন(নবীনগর –আব্দুল্লাহপুর-মতিঝিল) এর মালিক মো. স্বপন এর অভিযোগ তার পরিবহন চলাচলে বাধা প্রদান করে আসছে অভিযুক্তরা।  এই মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করে অভিযুক্তরা। আজকে সকালে গাড়ি চলতে বাধা প্রয়োগ করা হলে থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় স্বপন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ জিয়াউল ইসলাম।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close