আশুলিয়াগার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যসাভারস্থানীয় সংবাদ

আশুলিয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ১৮টি কারখানা এখনো খোলেনি। দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সরেজমিনে জানা গেছে, আজ রোববার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের মতোই অব্যাহত আছে। অনেক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এ ছাড়া একই কারণে প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হচ্ছিল।

এদিকে চলমান শ্রম অসন্তোষ নিরসনের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close