আশুলিয়াদেশজুড়েস্থানীয় সংবাদ

আশুলিয়ায় গণসংহতি আন্দোলনের দায়িত্বে নূরুল ও রোকন

নিজস্ব প্রতিবেদকঃ গণসংহতি আন্দোলনের আশুলিয়া থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এফ এম নূরুল ইসলামকে সমন্বয়ক ও রোকনুজ্জামান মনি রোকনকে নির্বাহী সমন্বয়ক করে এ নতুন কমিটি গঠন করা হয়।

শুক্রবার (০৩ মার্চ) বিকালে আশুলিয়ার ভাদাইলে রাজনৈতিক সংগঠনটির আশুলিয়া শাখার প্রথম সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

এ সম্মেলনের উদ্বোধন করেন গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা কমিটির আহবায়ক বাচ্চু ভূইয়া। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান শ্রমিক নেত্রী তাসলিমা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,” দেশে আজ মানুষের মৌলিক অধিকার পূরণ হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষ। না খেয়ে দিন কাটাতে হচ্ছে কৃষক, শ্রমিক, মেহনতী ও খেটে খাওয়া মানুষের। আমরা গণসংহতি আন্দোলন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি, ভোটাধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করছি। আমাদের এই লড়াইকে বেগবান করতে আশুলিয়া কমিটি দৃঢ় ভূমিকা পালন করবে আমি সে প্রত্যাশা করছি।”

এ আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু ও সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

নির্বাহী সমন্বয়ক রোকনুজ্জামান মনি বলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ৭ দফা দাবি যেমন নির্বাচকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো প্রবর্তন, দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং উচ্চ ‍ও নিম্ন কক্ষের মধ্যে কক্ষের ভারসাম্য প্রণয়ন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারসহ সকল সকল দাবি পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। লক্ষ্যে পৌছাতে আমরা তৃণমূল পর্যায়ে জনমত তৈরীর কাজ করব।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close