আশুলিয়াদেশজুড়েস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মুচিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার ধামরাই থানাধীন ভাড়ারিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনজু (৩০) ও একই থানার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে জুলহাস (২৮)।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমুলিয়ার মুচিপাড়া এলাকার তিনরাস্তা মোড়ে কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মনজু ও জুলহাস নামের দুইজনকে আটক করা হয়। এ সময় মনজুর হেফাজত থেকে ৫৩ পিস ও জুলহাসের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close