দেশজুড়েপ্রধান শিরোনাম

আল্লামা শফীর স্থানে আসছেন কে? নির্ধারণে সম্মেলন শুরু হেফাজতের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল আজ রবিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। এই অরাজনৈতিক সংগঠনের সদ্য প্রয়াত আমির আল্লামা শফীর উত্তরসূরি হতে চলেছেন বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে মহাসচিব হতে পারেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী পরবর্তী নেতা নির্বাচনে শূরা কমিটির সদস্যরা দারুল উলুম মঈনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় বসেছেন। ওই বৈঠকে দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন। শীর্ষ নেতারা আলোচনার মাধ্যমে হেফাজতে ইসলাম আমির ও নতুন কমিটি নির্ধারণ করবেন।

আল্লামা শফীর উত্তসূরি হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন চারজন। তাদের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলামের বর্তমান যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম জিহাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তবে শেষ মুহূর্তে মহাসচিব পদ পেতে পারেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

হেফাজতে ইসলামের নতুন কমিটি থেকে বাদ পড়তে পারেন আল্লামা আহমদ শফী অনুসারী হিসেবে পরিচিত বেশ কিছু নেতা। পক্ষান্তরে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন আল্লামা জুনায়েদ বাবুনগরী অনুসারী হিসেবে পরিচিত বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে রয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা জাকারিয়া নোমানী ও মাওলানা মীর ইদ্রিস।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close