দেশজুড়ে

আলিম পরীক্ষায় মাদরাসা বোর্ডের তারিখ পরিবর্তন

ঢাকা অর্থনীতি ডেস্ক: তারিখ পরিবর্তন করেছে আলিম পরীক্ষার মাদরাসা শিক্ষাবোর্ড।

রোববার (৫ ডিসেম্বর) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে।

বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close