দেশজুড়ে
আলালের বিরুদ্ধে খুলনায় মামলা
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কটূক্তির অভিযোগে এবার খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
মামলার এজাহারে মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের এডমিনদেরও আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেছেন, মামলাটির তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।