দেশজুড়ে

আলালের বিরুদ্ধে খুলনায় মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কটূক্তির অভিযোগে এবার খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

মামলার এজাহারে মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের এডমিনদেরও আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেছেন, মামলাটির তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close