বিশ্বজুড়ে

আলজেরিয়ায় ৪২ বাংলাদেশির দুর্বিষহ জীবন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানবপাচারের ভয়ঙ্কর ফাঁদ পেতেছে একটি চক্র। ইউরোপের দেশ স্পেনের কথা বলে যুবকদের পাঠিয়ে দেয়া হচ্ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। বলা হচ্ছে, আলজেরিয়া ট্রানজিট। সেখান থেকে তারা চলে যাবে মরক্কো। এরপর মরক্কো হয়ে সরাসরি স্পেন। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাদের এমনটাই বলছে।

সম্প্রতি এমন ৪২ বাংলাদেশি বিদেশের মাটিতে আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের উদ্ধারের জন্য ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডে আবেদন জানিয়েছে ব্র্যাক।

সেদেশে আটকে পড়া ৭ যুবকের পরিবারের আর্জির প্রেক্ষিতে গত ৯ই অক্টোবর এ আবেদন করে সংস্থাটি। উদ্ধারের আর্জি জানিয়ে ব্র্যাকের কাছে আবেদন করেছে- মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আলমগীর সিকদার, শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের শেখ সুমন, একই উপজেলার শামসাবাদ গ্রামের মো. দেলোয়ার, টঙ্গিবাড়ি উপজেলার টোলকায় গ্রামের দেলোয়ার শেখ, একই উপজেলার উত্তর রায়পুর গ্রামের মো. সিদ্দিকুর রহমান, শেরপুর জেলার নকলা উপজেলার চরআলগী গ্রামের মহসিন, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার চর বারাগাজী গ্রামের হেলালের পরিবার। প্রবাসী কল্যাণ বোর্ড থেকে এ ব্যাপারে দূতাবাসকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য চিঠিও দেয়া হয়েছে। এছাড়া এই অবস্থা থেকে ইতিমধ্যে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি।

ভাগ্য বিড়ম্বনার শিকার হওয়া এসব যুবকদের ভাষ্যমতে, রিক্রুটিং এজেন্সি তাদের আলজেরিয়া পাঠায়। স্বপ্ন দেখায়, প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতনের। জানায়, আলজেরিয়া থেকে মরক্কো হয়ে স্পেন যেতে পারবে। কিন্তু আলজেরিয়ায় আটকা পড়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। নিরুপায় হয়ে দেশে ফেরার জন্য তারা আকুল আবেদন জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়েই কর্মী প্রেরণ করছে কিছু রিক্রুটিং এজেন্সি। কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারিত হচ্ছেন। সমপ্রতি আলজেরিয়া থেকে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি। স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে মরক্কোতে আটকা পড়েছেন ৪ জন। সেখানেই মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আর আলজেরিয়াতে অবস্থা করছেন এখনও ৪২ বাংলাদেশি।

এ ব্যাপারে ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, আলজেরিয়াতে আটকে পড়া ৭ জনের পরিবার আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। দেশটিতে অবস্থানরত ওই বাংলাদেশিদের নিরাপদে দ্রুত দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে গত ৯ই অক্টোবর আমরা লিখিতভাবে আবেদন করেছি। বোর্ড থেকে চিঠি দেয়া হয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাসে।

তিনি বলেন, সার্বিক ঘটনা শুনে আমাদের মনে হচ্ছে, স্পেনে পাঠানোর স্বপ্ন দেখিয়ে তাদেরকে আলজেরিয়ায় পাঠানো হচ্ছে। বিষয়টা উদ্বেগজনক। আশা করছি, সেখানকার দূতাবাস থেকে সরকারকে এ ব্যাপারে করণীয় জানাবে। দ্রুত এই ধরনের প্রতারণা বন্ধ করতে না পারলে আরও অনেককে বিপদে পড়তে হবে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলেও মনে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close