খেলাধুলা

আর একটি বিশ্বকাপ খেলবেন সাকিব

ঢাকা অর্থনীতি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। আর বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রচার করে আসছে বিসিবি। সেই হিসেবে আজ প্রকাশিত হয়েছে সাকিব আল হাসানের বিশ্বকাপ ভাবনা নিয়ে ভিডিও। জানিয়েছেন সবগুলো বিশ্বকাপ খেলার ভালো লাগার কথা।

সাকিব বলছিলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’

সাকিব বলেন, ‘আমার আশা আছে আরও একটা বিশ্বকাপ খেলার। আমি এবং রোহিত শর্মা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি।তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

যুক্তরাষ্ট্রে সাকিবের সেকেন্ড হোম ফলে সেখানকার উইকেটে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা বাংলাদেশ এ নিয়ে সাকিব বললেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

Related Articles

Leave a Reply

Close
Close