আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আর্জেন্টিনার জয়ের রেশ এখনও কাটেনি, চলছে মিছিল, খিচুড়ি ভোজ

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ ফুটবলে হট ফেভারিট আর্জেন্টিনা জয়লাভ করায় সাভারের আশুলিয়ায় মিছিল করেছে শত শত সমর্থক ও মেসিভক্তরা। শুক্রবার(২৩ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এই মিছিল ও খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

শুক্রবার দূর্গাপুর থেকে বের হয়ে মিছিলটি জিরাব-বিশমাইল সড়ক প্রদক্ষিণ করে চালা বাজার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। মিছিলে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে স্লোগান দেন সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা ও ভুভুজেলা নিয়ে যোগ দেয় শিশু কিশোররাও।

এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য সচিব কুসুম মোল্লা। বেশি মানুষের অংশগ্রহণে যেন বড় করে আয়োজন করা যায় তাই সাপ্তাহিক ছুটির দিনেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

কুসুম মোল্লা বলেন, আশুলিয়া শ্রমিক অধ্যুষিত এলাকা। তাই শুক্রবার এ আয়োজন করা হয়েছে। তাই শত শত শ্রমিকের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছি। ম্যারাডোনার ফ্যান আমরা, ম্যারাডোনা আমাদের যেই আনন্দ দিয়েছে ৩৬ বছর পরে মেসি সেই আনন্দ দিয়েছে। হয়ত এরপরে দিবালা আমাদের এই আনন্দ দিবে।

আরেক সমর্থক আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মেহেদী বলেন, আমরা বাংলাদেশীরা আর্জেন্টিনার কত বড় ফ্যান তা সারা বিশ্ব জেনেছে। আর্জেন্টিনায় বাংলাদেশের পতাকা উত্তোলন করায় আমরা গর্বিত। আমরা চাইব বাংলাদেশে আর্জেন্টিনার এবং আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস স্থাপন করা হোক। এতে দুই দেশের মধ্যে ভাতৃত্ববোধ আরও মজবুত হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশও ফুটবল খেলায় এগিয়ে যায় আমরা তাই চাই।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close