খেলাধুলা
আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই, প্রতিপক্ষ বলিভিয়া
ঢাকা অর্থনীতি ডেস্ক: কোপা আমেরিকার এ গ্রুপের শেষ ম্যাচে চার দলের লড়াই, বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে উরুগুয়ে।
দুই ম্যাচই শুরু হবে ভোর ৬টায়। কনমেবল সাউথ জোন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে লিওনেল মেসিরা। সুযোগ আছে প্যারাগুয়েরও।
কোপায় গ্রুপ পর্বের ১৮ ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে, বাকী মাত্র দুই, এরই মধ্যে মেসি, নেইমাররা নিজেদের দলকে গ্রুপ পর্ব থকে কনভার্ট করেছে শেষ আটে, বলিভিয়ার দৈনদশায় সুয়ারেজরাও সুপার এইটে। এ গ্রুপের চ্যাম্পিয়ন হবার দৌড় আর্জেন্টিনার, সেই রেইসে আছে প্যারাগুয়েও।
দুই ম্যাচে জয় আর এক ড্র থেকে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান সবার ওপরে। বলা হচ্ছে কোপার জায়ান্ট আর্জেন্টিনার কথা। তবে নামের প্রতি কতটা সুবিচার করতে পারলেন লিওনেল স্কালোনির শিষ্যরা! গেলো তিন ম্যাচে মাত্র এক গোল বার্সার গোল মেশিন ও আলবিসেলেস্তে ক্যাপ্টেন লিয়োনেল মেসির। মেসির গোল সংখ্যা যেন ক্রমেই কমে আসেছ।
গ্রুপ পর্বে মেসিদের শেষ প্রতিপক্ষ বলিভিয়া। যাদের জয় দেখা ওঠেনি কোন ম্যাচে। বাড়ি ফেরার আগে মরণ কামড় দেয়ার জন্য তৈরি হচ্ছে বলিভিয়ানরা।