আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

আরো কমলো সোনার দাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ২ হাজার ৪১ টাকা; যা আগামীকাল বুধবার (১০ মার্চ) থেকে বাজারে কার্যকর হবে।

মঙ্গলবার (৯ মার্চ) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর তিন ধাপে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৫ হাজার ৫৪০ টাকা কমালো বাজুস। এর আগে গত ৩ মার্চ এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০৯ টাকা। এক ভরি ২১ ক্যারেটের দাম ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫৭ হাজার ২১১ আর প্রতি ভরি সনাতন স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকায়।

তবে, এবারও রুপার দামের কোন পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২২৫ ও এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

স্বর্ণের দাম কমানোর ফলে দেশিয় বাজারে জুয়েলারি ব্যবসার অচলাবস্থা অনেকটাই কেটে যাবে বলেও মনে করে বাজুস।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close