দেশজুড়েপ্রধান শিরোনাম

আরিচায় ডুবলো কোরবানীর গরু বোঝাই নৌকা

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্টলার ডুবির ঘটনা ঘটেছে।মাঝি-মল্লা, খামারি ও রাখালদের উদ্ধার করা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ব্যবসায়ী ও একটি গরুও উদ্ধার করা যায়নি।

শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্ট থেকে সকাল ৯ টার দিকে ৪০টি গরু বোঝাই একটি নৌকা আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।

এ নৌকা ডুবিতে উদ্ধার হওয়া সাঁথিয়া উপজেলার মানপুর গ্রামের গরু ব্যবসায়ী রহম আলী জানান, মাঝি-মাল্লাসহ ২৮ জন আরোহী নিয়ে আরিচা ঘাটের নিকট পৌঁছালে প্রবল স্রোতে ও ঢেঁউয়ে মুহুর্তেই নৌকাটি তলিয়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ও গরু বেপারীদের সাথে কথা বলে জানা গেছে, ৪০ থেকে ৪৫ টি কোরবানীর গরু নিয়ে পাবনা নগরবাড়ি থেকে আরিচা ঘাটে সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন বেপারী এবং খামারী। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পরে ডুবে যায়। তাক্ষনিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে বেপারী ও খামারীদের উদ্ধার করেন। এসময় ৭/৮ টি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্টলারের কোন সন্ধান পাওয়া যায়নি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close