দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

আরও প্রায় ৯০ লাখ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোভ্যাক্সের আওতায় আরও প্রায় ৯০ লাখ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা দেবে যুক্তরাষ্ট্র সরকার। আর কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ হিসেবে আসবে আরও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা।

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কোভ্যাক্স প্রতিশ্রুত এ টিকা এই বছরের শেষ নাগাদ পাওয়া যাবে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে গত জুলাইয়ে ৫৫ লাখ ৬০ ডোজ মডার্নার টিকা এবং সেপ্টেম্বর ও মে মাসে ১১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close