প্রধান শিরোনামবিশ্বজুড়ে
‘আয়রন ডোম’ বানাতে চান ট্রাম্প
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বানতে তিনি একটি নির্বাহি আদেশ দিয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) তিনি নিজেই এ কথা বলেছেন। খবর আল জাজিরা
মায়ামিতে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিনদের রক্ষা করতে অবিলম্বে আমাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে। নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’
আয়রন ডোম মূলত ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। অত্যাধুনিক এ ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয়।
যদিও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোমব্যবস্থার মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন। এবার সেই পথেই হাঁটছেন।
অত্যাধুনিক আয়রন ডোম খুবই কার্যকর হলেও এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কিছু দুর্বলতাও আছে। তারপরও ট্রাম্প ইসরায়েলের তৈরি এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করে গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শিকার হওয়ার পর ইসরায়েল আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ করে আসছে সেখানে নিজেদের সুরক্ষায় আয়রন ডোম তাদের বড় অস্ত্র হয়ে উঠেছে।