দেশজুড়ে
আম বাগানে গাজা চাষ; ২’শ কেজি গাজা গাছ উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিনাজপুরের বিরামপুরে আম বাগান থেকে ২০ লক্ষ টাকা মূল্যের ৮৮টি গাজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাসেম (৪৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাজার মূল্য ২০ লাখ টাকা।
সোমবার (১৩ মে) বিকালে বিরামপুর উপজেলার কলেজ পাড়া এলাকার মিরপুর গ্রামের আম বাগান থেকে গাজার গাছ গুলো উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে গাজা চাষের অভিযোগে মোংলা কাসেম (৪৫) নামের এক জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মৃত্যু হবিবরের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, মিরপুর এলাকায় আম বাগানে দীর্ঘ দিন থেকে গোপনে গাজার চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বড় মিলিয়ে ৮৮ টি গাজার গাছ জব্দ করা হয়। যার ওজন ২’শ কেজি।
আটককৃত কাসেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮তে মামলা করা হয়েছে।