দেশজুড়েপ্রধান শিরোনাম
আম্ফান: মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন উদ্ধারকর্মী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানের কবল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সময় নৌকা উল্টে স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। এছাড়া গলাচিপা উপজেলায় গাছচাপায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকালে ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাপাড়ার লোন্দা গ্রামে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নৌকায় করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছিলেন চার সিপিপি কর্মী। ওই সময় প্রবল বাতাসে নৌকা উল্টে সিপিপি টিম লিডার শাহ আলম নিখোঁজ হন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ডিসি আরো জানান, সন্ধ্যায় গলাচিপার পানপট্টি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. রাশেদ নামে এক শিশু নিহত হয়েছে।
/এন এইচ