বিশ্বজুড়ে
আমি কামড়াই না আমার সঙ্গে আলোচনায় বসতে ভয় পাচ্ছেন কেন?
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভ্লাদিমির পুতিনকে এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমি কামড়াই না। তাহলে আমার সঙ্গে আলোচনায় বসতে আপনি ভয় পাচ্ছেন কেন?’
কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি বলেছেন, ‘লড়াই থামানোর একমাত্র পথ হলো, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা।’
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের দাবি, তারাও পাল্টা জবাব দিচ্ছে রুশ বাহিনীকে। এর ভেতরেই দুপক্ষের আলোচনার চেষ্টা চলছে।
পুতিনের প্রতি তার বার্তা, ‘আমরা তো রাশিয়া আক্রমণ করিনি। আমাদের সে রকম কোনো ইচ্ছেও ছিল না। এখন আপনি আমাদের কাছ থেকে কী চান? আপনি আমাদের জমি থেকে চলে যান। আপনি আমার সঙ্গে আলোচনায় বসুন।’
জেলেনস্কি এক ভিডিওবার্তায় বলেন, ‘আমরা প্রতিটি বাড়ি, রাস্তা এবং শহরকে আবার সাজিয়ে তুলব। কিন্তু রাশিয়াকে বলছি, আপনারা জেনে রাখুন, ইউক্রেনীয়দের বিরুদ্ধে আপনারা যা করেছেন, তার দাম আপনাদের গুনে গুনে ফেরত দিতে হবে।’
জেলেনস্কি বলেন, ‘রুশ বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে। তারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঘিরে রেখেছে। তবে স্বাধীনতা ছাড়া আমাদের হারানোর আর কিছুই নেই। ইউক্রেনকে তার বন্ধুরা প্রতিদিন অস্ত্রসাহায্য করছেন।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতিতে বারবারই উঠে আসছে পরমাণু যুদ্ধের প্রসঙ্গ। যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া–মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।
সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমি রাজনীতিবিদদের মাথায় পরমাণু যুদ্ধের প্রসঙ্গ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রাশিয়ার মাথায় তেমন কিছু নেই।
রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে শরণার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কিয়েভ, খারকিভ ও মারিউপোল ছাড়ার জন্য ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছে রাশিয়া।
/এএস