করোনাবিনোদন

আবুল হায়াত, গাজী রাকায়েত ও আফসানা মিমি করোনাক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আবুল হায়াত, গাজী রাকায়েত ও আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আবুল হায়াতের জন্য জরুরি ভিত্তিতে “এ পজিটিভ” গ্রুপের প্লাজমা দরকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার মেয়ে নাতাশা হায়াত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় নাতাশা ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, গত বুধবার (৩১ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত আবুল হায়াতের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও জরুরি ভিত্তিতে প্রয়োজন প্লাজমা।

৩১ মার্চ খ্যাতিমান অভিনেতা, নির্মাতা সংগঠক গাজী রাকায়েতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে অনলাইনকে জানিয়েছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। তিনি গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close