খেলাধুলাপ্রধান শিরোনাম
আবারো বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পেরু। ম্যাচ শুরু ভোর সাড়ে ৫টায়। ভোর সাড়ে ৬টায় সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দারুন ফর্মে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। বাছাই পর্বে এখন পর্যন্ত অপরাজিত লিওনেল মেসিরা। এই ফর্মটাই ধরে রাখতে চাইবে কোচ লিওনেল স্কালোনির দল।
প্রতিপক্ষের সাথে হেড টু হেডেও অনেক এগিয়ে লাতুরো মার্তিনেজরা। মুখোমুখি হওয়া ১৬ ম্যাচে আর্জেন্টিনার ১১ জয়ের বিপরীতে মাত্র ১ জয় পেরুর। মেসিও আছেন দারুন ফর্মে। উরুগুয়ের বিপক্ষে গোলে প্রথম দক্ষিণ আমেরিকার ফুটবলার হিসেবে ৮০তম গোলের মাইলফলক স্পর্শ করেন লিও। তাকে আটকাতে আলাদা করে ছক কষতেই হবে পেরুভিয়ানদের।
আর্জেন্টিনা স্কোয়াডে নেই ইনজুরি সমস্যা। শেষ ম্যাচে বলিভিয়ার সাথে হেরে পেরুও আছে টেবিলের নিচের সারিতেই। তাই কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামবে মেসিরা।
ওদিকে বিশ্বকাপ বাছাইয়ে টানা ৯ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ম্যাচে তাদের জয়রথ থামিয়েছে কলম্বিয়া। উরুগুয়ের ম্যাচ দিয়ে আবার জয়ের ধারায় ফিরতে চাইবে নেইমাররা।
শেষ ম্যাচে ৩-০ গোলের বড় হার নিয়েই ব্রাজিলের মাঠে আতিথ্য নেবে উরুগুয়ে। হেড টু হেডেও এগিয়ে সেলেসাওরা। ১৯ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে ব্রাজিলিয়ানরা। বিপরীতে মাত্র চার জয় উরুগুয়ের। সব দিক দিয়েই ব্রাজিল থেকে পিছিয়ে লা সেলেস্তেরা।
ইনজুরির কারণে এ ম্যাচে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদার মিলিতাওকে পাবেননা কোচ তিতে। তার বদলে ডিফেন্স সামলাবেন থিয়াগো সিলভা, মারকুইনোস। আর আর্জেন্টিনার সাথে ইনজুরিতে আতলেতিকো ফিরে গেছেন দলের ডিফেন্ডার। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন য়্যুভেন্তাস মিডফিল্ডার রদ্রিগো বেন্তাকুর।
/ আরএইচএস