বিশ্বজুড়ে
আবারো দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বাড়ি-দোকানে আগুন
ঢাকা অর্থনীতি ডেস্ক: অভিবাসী বিরোধী চলমান সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় আবারো বাংলাদেশিদের বাড়ি ও দোকানে আগুন দিয়েছে স্থানীয়রা। এতে চরম আতঙ্কে কাটছে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা।
গত মাস থেকে চলে আসা অভিবাসী বিরোধী আন্দোলনে রোববার (০৮ সেপ্টেম্বর) ছুটির দিনে দিনভর বিভিন্ন স্থানে সহিংস হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় জোহানেসবার্গের কাছে মালভার্ন জুলিস স্ট্রিটে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বাংলাদেশি মালিকানাধীন একটি বাড়ি এবং ৩টি দোকানে আগুন দেয়।
অনেকেই নিকট আত্মীয়ের পাশাপাশি সেফ হোমে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এছাড়া এদিন অভিবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় অভিবাসন বিরোধীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছোঁড়ে দাঙ্গা পুলিশ।
এদিকে সবশেষ হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১ জন নিহত ও আরো ৫ জন আহত হয়েছে।