দেশজুড়ে

আবারও শুরু হলো টিসিবি’র কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম

ঢাকা অর্থনীতি ডেস্ক: স্বল্প আয়ের মানুষের জন্য আজ থেকে আবারও শুরু হলো কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম।

রাজধানীসহ সারা দেশে প্রায় সাড়ে চারশ’ ট্রাকে চিনি, ডাল, পেঁয়াজ ও তেল বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

সরকারি এ কার্যক্রমে ভোক্তারা প্রতি কেজি চিনি পাচ্ছেন ৫৫ টাকায়। এছাড়া মশুর ডাল ৬০, পেঁয়াজে মিলছে ৩০ টাকায়। ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১শ’ ১০ টাকায়। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ থেকে ৫ কেজি পর্যন্ত পেঁয়াজ নিতে পারবেন টিসিবির ট্রাক থেকে।

নিত্যপণ্য বিক্রির এ কার্যক্রম শুক্রবার ছাড়া আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে টিসিবি।

Related Articles

Leave a Reply

Close
Close