দেশজুড়েপ্রধান শিরোনাম

আবারও রিমান্ডে রিজেন্টের এমডিসহ ৮ কর্মকর্তা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা পরীক্ষা না করেই হাজারো মানুষকে ভুয়া রিপোর্ট দেয়ার প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমানকে আবারও ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। একইসাথে হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীবসহ ৮ কর্মকর্তাকেও ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া আসামিদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৬ জুলাই নানা অনিয়মের অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান করত প্রতিষ্ঠানটি। এছাড়া করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সাহেদ করিমের রিজেন্ট হাসপাতাল। এসব অনিয়মের ভিত্তিতে গত ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাব।

বর্তমানে রিজেন্টের গ্রুপের চেয়ারম্যান শাহেদ ও এমডি মাসুদ পারভেজ কারাগারে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close