তথ্যপ্রযুক্তি
আবারও বাজারে আসছে নকিয়া ৬৩০০
ঢাকা অর্থনীতি ডেস্ক: জনপ্রিতায় থাকা পুরনো দুই ক্ল্যাসিক মডেলের ফোন বাজারে আনার পরিকল্পনা করছে এইচএমডি গ্লোবাল নকিয়া। ইতোমধ্যে তারা ৩৩১০সহ বেশ কয়েকটি পুরোনো মডেলের রিব্র্যান্ডিং করেছে। এর ধারাবাহিকতায় এবার পুরনো দুটি মডেল ৬৩০০ এবং ৮০০০ নিয়ে বাজারে ফিরছে নকিয়া।
সম্প্রতি এই দুটি ফোন রিব্র্যান্ডিংয়ের আভাস মিলেছে স্ক্যান্ডিনেভিয়ান মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘তেলিয়া’র ওয়েবসাইটে। নতুন ফোনটি দুই নাম হতে পারে- নকিয়া ৬৩০০ ৪জি এবং নকিয়া ৮০০০ ৪জি।
উভয় মডেলেই ফোরজি এলটিই সংযোগ থাকবে। এগুলো বেসিক ফোনের থেকে অধিক স্মার্ট হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফোন দুটির ঘোষণা আসতে পারে। এ ছাড়া আপাতত ফোন দুটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে এসেছিল স্টেইনলেস স্টিল বডির ৬৩০০ মডেলের ফোনটি। তখন এর পেছনে ছিল ২ মেগাপিক্সেলের ক্যামেরা; এটি পরিচালিত হতো এস৪০ অপারেটিং সিস্টেমে।