শিল্প-বানিজ্য
আবারও দাম কমল এলপিজির

ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে এক হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক হাজার ৩৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।
বৃহস্পতিবার (২ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে গেল ৫ মে বেসরকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম ১০৪ টাকা কমানো হয়।
চলতি বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার।
ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়।
/এএস