বিশ্বজুড়ে

আবারও এরদোয়ানকে ‘হত্যাচেষ্টা’

ঢাকা অর্থনীতি ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এরদোয়ানকে হত্যার চক্রান্ত নস্যাৎ করে দেন তুর্কি গোয়েন্দারা।

জানা গেছে, এরদোয়ানের উপস্থিতিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সির্টে একটি শোভাযাত্রা শুরুর আগে তার নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের একটি গাড়ির নিচ থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছেন গোয়েন্দারা। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

এ ঘটনায় কারা জড়িত তা জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট প্রাসাদেও বোমা হামলা চালানো হয়েছিল। এরদোয়ানকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা করে। সে ঘটনায় কমপক্ষে ২৯০ জন নিহত ও এক হাজার ৪৪০ জন আহত হন। অভ্যুথানচেষ্টা সফল হয়নি।

Related Articles

Leave a Reply

Close
Close