দেশজুড়েপ্রধান শিরোনাম
আবহাওয়ার এই শীতের ভাব থাকবে না!
ঢাকা অর্থনীতি ডেস্ক: হেমন্তের শেষ, শীতের শুরু। সেই হিসেবে আজ শুক্রবার (২৫ অক্টোবর) হেমন্তের দশম দিন। দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় অনেকেই ভেবে নিয়েছে শীত বুঝি এল। যদিও শীতের আগমনী বার্তা শুরু হয় হেমন্তেই। কমে এসেছে রাত ও দিনের তাপমাত্রার তফাৎও। তবে বৃষ্টি শেষে রাজধানীতে এই শীত শীত ভাব থাকবে না। তখন দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে হওয়া বৃষ্টিতে শীত ও বর্ষার আমেজ তৈরি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি শেষ হওয়ার মধ্য দিয়ে এ আমেজও বিদায় নিতে পারে। তবে সিলেট অঞ্চলে এ আমেজ কিছুটা থেকে যেতে পারে। আর বৃষ্টি বিদায় নিলেও রাতে ঠাণ্ডা থেকে যেতে পারে রংপুর বিভাগে।
আবহাওয়াবিদ এম রুহুল কুদ্দুস বলেন, ‘আগামীকাল শনিবারও বৃষ্টি হতে পারে। সিলেট অঞ্চল ছাড়া রোববার থেকে বৃষ্টি দেশের আর কোথাও নাও থাকতে পারে।’
শীত অনুভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ঢাকায় এখন দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মতো চলে এসেছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি। এ তাপমাত্রায় খুব স্বাভাবিকভাবেই শীত অনুভূত হয়। রংপুর বিভাগে কিছুদিন আগে রাতের তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। বৃষ্টির পর দেশের অন্য অঞ্চলে না হলেও রংপুর বিভাগে রাতে শীত অনুভূত হতে পারে। তবে দিনের বেলায় তা মনে হবে না।’