দেশজুড়েপ্রধান শিরোনাম

আবরার হত্যাকাণ্ড: ১১ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে ১১ জনের সংশ্লিষ্টতার অভিযোগে তাদের  ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি, সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে ১১ জনের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছে। তাদের সাংগঠনিকভাবে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

জয় বলেন, পরবর্তীতে তদন্ত করে যদি এ ঘটনার সাথে কারো সম্পৃক্ততা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকে তার দায়ভার সংগঠন তথা বাংলাদেশ ছাত্রলীগ নিবে না।’

তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।’

Related Articles

Leave a Reply

Close
Close