দেশজুড়ে
আবরারের মরদেহ উত্তোলন করা হয়েছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আদালতের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্তের জন্য রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে শনিবার।
সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোহাম্মদপুর থানা ও সোনাইমুড়ী থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মরদেহ উত্তোলন করা হয়।
গত বুধবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক আবরারের মরদেহ ময়নাতদন্তের জন্য পুনরায় উত্তোলনেরে নির্দেশ দেন।
এছাড়াও আবরার নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা ও বর্তমান মামলাকে সংযুক্ত করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে মোহাম্মদপুর থানাকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে আবরারের মৃত্যুর ঘটনায় স্কুলের তদন্ত কমিটি মোহাম্মদপুর থানায় প্রতিবেদন জমা দিয়েছে। আগামী সোমবার শিক্ষা মন্ত্রণালয়েও তদন্ত রিপোর্টটি জমা দেয়ার কথা রয়েছে রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষের।
/এএস