প্রধান শিরোনামবিশ্বজুড়ে
আফগানিস্তানে শক্তিশালী গাড়ি বোমা হামলা, নিহত ১৭
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই হামলায় আহত হয়েছেন আরো ২১ জন।
ঈদুল আজহা উপলক্ষে তালেবান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।
এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।
হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।
আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা আবারো হামলা চালিয়েছে এবং এই হামলায় আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন।
/এন এইচ