বিশ্বজুড়ে
আফগানিস্তানের সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার
ঢাকা অর্থনীতি ডেস্ক: অবশেষে আফগানিস্তানের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। তালেবানের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে এ সেনা প্রত্যাহার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা।
শুক্রবার (০২ জুলাই) এ সেনা প্রত্যাহার করা হয় বলে ঐ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম থেকে সব আমেরিকান সেনা এবং ন্যাটোর সকল সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এই বাগরাম সামরিক ঘাঁটি কাবুলের প্রায় ৪০ মাইল উত্তরে অবস্থিত। এটি আফগানিস্তানে মার্কিনদের সবচেয়ে বড় বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় বিশ বছরের দীর্ঘ আফগান যুদ্ধে তালেবান এবং অন্যান্য কট্টর ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য এই ঘাঁটিটি ব্যবহার হয়ে আসছিল।
মার্কিন সেনা প্রত্যাহার করায় ঘাঁটিটি এখন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০০১ সালে আমেরিকায় আল-কায়েদার আক্রমণের ২০ বছর পূর্তি হবে এই দিন।