প্রধান শিরোনামবিশ্বজুড়ে
আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্টের উপর বোমা হামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানী কাবুলের রাস্তার পাশে হামলার ঘটনা ঘটে। তবে হামলায় ভাইস প্রেসিডেন্ট অল্পের জন্য রক্ষা পেলেও এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘হঠাৎ করেই আমারুল্লাহকে লক্ষ্য করে হামলা হয়। তবে শত্রুদের হামলা থেকে রক্ষা পেয়েছেন তিনি’।
হামলায় এখন পর্যন্ত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়র্টাস জানিয়েছে, সালেহর গাড়িবহর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্টের বেশ কয়েকজন দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন।
হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনার পরপরই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।
বোমা হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
/এন এইচ