খেলাধুলাপ্রধান শিরোনাম

আফগানদের কাছে হারলো টাইগাররা

ঢাকা অর্থনীতি ডেস্ক :  মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখাতেই আফগানিস্তানের কাছে  ২৫ রানে হেরেছে বাংলাদেশ ।

রোববার ( ১৫ সেপ্টেম্বর)  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। ঝড় ম্যাচে খুব সহজেই বাংলাদেশের সামনে ১৬৫ রানের টার্গেট ছুড়ে দেয় টিম আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। দলীয় ১১ রানে ফেরেন মুশফিক।

১.৫ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রান করা সাকিব আফগানিস্তানের বিপক্ষে ১৫ রানের বেশি করতে পারেননি।

সাকিবের বিদায়ের পর পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৪ রান করা জাতীয় দলের এ ওপেনার আফগানদের বিপক্ষে পান গোল্ডেন ডাক।

৩২ রানে ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন তারা। এরপর ৫ রানের ব্যবধানে ফেরেন রিয়াদ-সাব্বির।

৩৯ বলে পাঁচটি চারের সাহায্যে ৪৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ২৪ রান করে ফেরেন সাব্বির। শেষদিকে আফিফ হোসেন, মোসাদ্দেক হোসনে সৈকত আর মোস্তাফিজরা রানের ব্যবধান কিছুটা কমালেও দলের পরাজয় এড়াতে পারেননি।

/আর জে

 

Related Articles

Leave a Reply

Close
Close