দেশজুড়েস্বাস্থ্য

আপনার অনুভূতিটা আপনার মতো করেই বোঝেন বঙ্গবন্ধু কন্যা: এনাম

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সতর্ক অবস্থানে বাংলাদেশ। আজ চীনের উহান থেকে বিশেষ ফ্লাইটে ৩১৪ জন বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। এ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে প্রতিমন্ত্রী এনামের সম্পূর্ণ স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলঃ

‘চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে ৩১৪ জনকে আমরা দেশে ফিরিয়ে এনেছি। নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছি। ৩১৪ জন বাংলাদেশি কে উড়িয়া আনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটি
শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকায় অবতরণ করে। শরীরে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকায় সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হজ ক্যাম্পে ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হয়েছে। ‘কোয়ারেন্টাইন’ অবস্থায় সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবে। স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসহ সব ধরনের খরচ বহন করবে বাংলাদেশ সরকার। ‘কোয়ারেন্টাইন’ অবস্থায় তাঁদের কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে না। ক্যাম্পের নিরাপত্তা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

চীনফেরত নাগরিকদের আত্মীয়স্বজনদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ক্যাম্পে অযথা ভিড় না করেন। আপনাদের প্রিয় স্বজনদের সার্বক্ষণিক খবর রাখছেন মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। তাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত জানানোর আনুষ্ঠানিক ব্যবস্থা আমার করেছি। মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা যেমন আটকে পড়া আপনার প্রিয় স্বজনদের চিনি থেকে বাংলার মাটিতে নিয়ে এসেছেন,তেমনি মাত্র ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে তাদের আপনাদের কাছে ফিরিয়ে দেয়া হবে। আর এই কাজটি করা হচ্ছে কেবলমাত্র আপনার প্রিয় স্বজন, এবং আপনাদেরসহ দেশবাসীর সুরক্ষার জন্য। মনে রাখবেন মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনা সরকার আপনার পাশেই রয়েছেন। আপনার অনুভূতিটা আপনার মতো করেই বোঝেন বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা।’

ডাঃ এনাম এর সংসদীয় আসন ঢাকা-১৯। তিনি বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন।

Related Articles

Leave a Reply

Close
Close