তথ্যপ্রযুক্তি
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দারাজের বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এই উদযাপনের অংশ হিসেবে নারী দিবস এর থিম, “জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেইনেবল টুমরো” কে প্রাধান্য দিয়ে ৮ মার্চ, ২০২২ থেকে ৫ দিন ব্যাপী দারাজ অ্যাপ এবং ওয়েবসাইট এর আইকনগুলো ধারণ করেছে বেগুনী রঙ। থাকছে নারীদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পন্যের উপর ডিস্কাউন্ট।
নারী দিবসের ক্যাম্পেইন চলাকালে দারাজ অ্যাপ অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ক্রেতারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন, সেইসাথে ৬,৫০০ টাকা পর্যন্ত ভাউচার ডিস্কাউন্ট উপভোগেরও সুযোগ থাকছে। এই ক্যাম্পেইনে বিকাশ এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে থাকছে ১৫% ছাড় (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত)। এর বাইরেও ফ্রিডম, প্যারাশ্যুট এবং ট্রেন্ডস এর মতো জনপ্রিয় ব্র্যান্ড সমূহ এই ক্যাম্পেইনের পার্টনার হিসেবে থাকছে তাদের পণ্যের ওপর বিশেষ ডিস্কাউন্ট নিয়ে।
দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান ঢাকা অর্থনীতি’কে বলেন, “সকলের মাঝে লিঙ্গ-সমতার বার্তা ছড়িয়ে দিতে এবং নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে দারাজ বাংলাদেশ বদ্ধপরিকর। নারী দিবস উপলক্ষে বিশেষ ছাড় এবং ভাউচার প্রদানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে তাদের জীবনে ভূমিকা পালন করা প্রতিটি নারীর প্রতি সম্মান প্রদর্শনের সুযোগ তৈরি করতে চাই। এভাবে আমরা সেসব সাহসী নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা এই সমাজকে বসবাসের উপযোগী করে তোলার জন্য সবসময় ত্যাগ স্বীকার করে যাচ্ছেন”।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক ঢাকা অর্থনীতি’কে বলেন, “নারীরা আমাদের সমাজ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু, তাদের অবদান প্রায়শই উপেক্ষিত হয়। দারাজে আমরা নারীদের সম অধিকারে বিশ্বাস করি। আকর্ষণীয় সব অফারের মাধ্যমে এ বছর নারী দিবসটিকে আমরা প্রতিটি নারীর জন্য আরো বিশেষ একটি উপলক্ষে পরিণত করতে চাই ।
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।
/এন এইচ