দেশজুড়েপ্রধান শিরোনাম
আদালতের হাজতখানায় সাবরিনা চৌধুরী, ফের রিমান্ড চাইবে ডিবি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ “কোভিড ১৯” পরীক্ষায় ভুয়া রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
হাজতের কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১২টা ২৫ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, তেজগাঁও থানার প্রতারণা মামলায় ফের সাবরিনাকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে ডিবি পুলিশ। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে দুপুরে তার রিমান্ড শুনানি হবে।
এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
/এন এইচ