দেশজুড়েপ্রধান শিরোনাম
আটকেপড়া ২৮ নাবিক বুধবার দেশে ফিরছেন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে আজ মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টায় দেশের উদ্দেশে রওনা দেবেন। আগামীকাল বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়াতে একটি বাংকারের ফ্রিজারে রয়েছে, সেটি সুবিধাজনক সময় দেশে ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশ সময় রাত ১০টায় রোমানিয়া থেকে বিশেষ একটি বিমানে করে ২৮ নাবিককে ঢাকায় নিয়ে আসা হবে। সব কিছু ঠিক থাকলে তারা আগামীকাল বুধবার দুপুরে ঢাকায় ল্যান্ড করবেন। তবে নিহত হাদিসুরের মরদেহ এখনো রোমানিয়াতে রয়েছে। সেটা পরে আনা হবে।
এর আগে গত রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছান ২৮ নাবিক। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন তারা।
উল্লেখ্য, বিএসসি জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। ২ মার্চ একটি রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।
আটকেপড়া নাবিকদের দেশে ফেরার ব্যবস্থা করছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। এছাড়া ইউক্রেনের আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। অন্য খোঁজ পাওয়া পাঁচজন ইউক্রেনের জেলে থাকায়, তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।
/এএস