দেশজুড়ে
আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ থেকে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
গত ২১ জানুয়ারি ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন। ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা শেরেবাংলানগরে হতো। ২০২১ সালে করোনা মহামারির কারণে মেলাটি হয়নি। এরপর ২০২২ সালে প্রথমবার পূর্বাচলে বিবিসিএফইসিতে মেলার আয়োজন করা হয়।
এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।