খেলাধুলাপ্রধান শিরোনাম
আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান
ঢাকা অর্থনীতি ডেস্ক: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর মাঠে গড়াবে ১০ই ফেব্রুয়ারি। তার আগে আর একটু ভালোভাবে ঝালিয়ে নিতে আজ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।
এ ছাড়াও আজ সোমবার হট ফেভারিট অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
আজ সোমবার (৬ই ফেব্রুয়ারি) কেপটাউনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে অফিশিয়াল এক ফটোশ্যুটে বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা তাদের লক্ষ্যের কথা জানান। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি।
মহিলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ৮ই ফেব্রুয়ারি।