দেশজুড়ে
আজ বনগ্রাম গণহত্যা দিবস
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ আগষ্টের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ঘটে ছিল বর্রবরোচিত লোমহর্ষক এক হত্যাকান্ড। সারা দেশের মত ঐ দিন টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নের বনগ্রামের রসুলপুর গ্রামে পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও বাঙালিদের দমন করতে এমন নৃশংস গণহত্যা চালিয়েছিলো। খেটে খাওয়া অসহায় গ্রামের নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধা সহ ৫৭ জন কে হত্যা করেছিল এবং শত শত ঘর-বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল শস্য সহ গবাদিপশু। পাক হানাদার বাহিনীর হাত থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রেহাই পায়নি কেউই।
ইতিহাসের নির্দয় এই নির্দয় হত্যাকান্ডের শহীদের স্মরণে সকালে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) এর এমপি মহোদয় জনাব আহসানুল ইসলাম টিটু ও উপজেলা নির্বাহি অফিসার ইউএন সৈয়দ ফায়েজুল ইসলাম শহীদের গণ কবরে ফুল দিয়ে দোয়া করেন এবং সন্মান জানান।
পরে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহি অফিসার ইউএন সৈয়দ ফায়েজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।