দেশজুড়েপ্রধান শিরোনাম
আজ থেকে সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত
ঢাকা অর্থনীতি ডেস্ক: এখন থেকে সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা করে সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (১ মার্চ) থেকেই এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে নির্ধারিত সময়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত বছরের ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এবার সে সময় আরও এক ঘণ্টা বাড়িয়ে পাঁচ ঘণ্টা করা হল।
এদিকে, জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।