দেশজুড়েপ্রধান শিরোনাম
আজ থেকে রাজধানীতে চালু হলো আরো ৩ ইউটার্ন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ যানজট নিরসনে আজ থেকে রাজধানীতে যুক্ত হলো আরো তিনটি ইউটার্ন যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য খুলে দেয় ডিএনসিসি কর্তৃপক্ষ।
ঢাকা উত্তরের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউ টার্ন খুলে দেওয়া হয়।
প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি বাতিল করা হয়।
বাকি চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেগুলো হলো- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।
/এন এইচ