দেশজুড়েপ্রধান শিরোনাম
আজ তৃতীয় দিনের মতো চলছে আপিল শুনানি
ঢাকা অর্থনীতি ডেস্ক: নির্বাচন কমিশনে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো চলছে আপিল শুনানি। সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিল কার্যক্রম। আজই ১০০টি আপিলের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।
এখন পর্যন্ত ৮টি আপিলের সুরাহা হয়েছে। এরমধ্যে ৪ জন আবেদনকারী ফিরে পেয়েছেন প্রার্থিতা। নামঞ্জুর করা হয়েছে ৩ জনের আপিল, স্থগিত রাখা হয়েছে একটি আপিল।
গত দু’দিনে শতাধিক আবেদনকারী ফিরে পেয়েছেন প্রার্থিতা। নামঞ্জুর হওয়া আপিলকারীদের মধ্যে ২৪ জন হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আপিল শুনানি। এই প্রক্রিয়া শেষ হলে, কমতে বা বাড়তে পারে ভোটের প্রার্থী সংখ্যা। ১৭ তারিখ পর্যন্ত রয়েছে প্রত্যাহারের সুযোগ।
/এএস